কুষ্টিয়া ইবির নৃসিংহপুর মোড়ে মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠকে মাহবুব উল হানিফ
কেএ মান্নান: বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী পরীক্ষিত গণমানুষের দল। আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে দেশ এগিয়ে যায়। তার প্রমাণ এলাকায় পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসমূহের একাডেমিক ভবন নির্মাণ ও ঘরে আজ বিদ্যুতের আলোর ঝলকানী। আজ মানুষের মাথা পিছু আয় বেড়েছে সবাই সাবলম্বি হচ্ছে। গতকাল বুধবার বেলা ১টায় কুষ্টিয়া ইবি’র নৃসিংহপুর মোড়ে মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাববুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আলীগ সভাপতি আলহাজ সদর উদ্দিন, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা আলীগের সভাপতি অ্যাড. আকতার জামান মাসুম, মনোহরদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম সোহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন মনোহরদিয়া ইউনিয়ন আলীগ সভাপতি এছেম আলী মালিতা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ওয়ার্ড আলীগ সভাপতি হারুন মালিতা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মল্লিক, ইউপি মেম্বার বাবলুর রহমান প্রমুখ। এ উঠান বৈঠকে বাংলাদেশ আলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অতিথি মাহবুব উল হানিফ মঞ্চের সামনের শ’ শ’ উপস্থিতির মুখে তার এলাকার নানাবিধ সমস্যা ও উন্নয়ন চাহিদা শোনেন ও পূরণে প্রতিশ্রুতি দেন।