স্টাফ রিপোর্টার: গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়ক শাকিব খান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি দায়ের করা হয়েছে। জিডির অভিযোগ করে বলা হয়, গত ৫ মে রাতে শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তিনি প্রবেশ করেন। এ সময় চলচ্চিত্র নায়ক সাইমন, জিয়া, ফাইটার সামি, সাইফ খান কালুসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। ওই সময় তার ভক্তরা হামলা চেষ্টাকারীদের নিবৃত্ত করেন। এর পেছনে জায়েদ খানের হাত থাকতে পারে। তবে শাকিবের এই দুঃসময়ে সব সময় তার পাশে রয়েছেন স্ত্রী, অভিনেত্রী অপু বিশ্বাস। এর আগে হামলা হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানান অপু।