স্টাফ রিপোর্টার: আগামী সোমবার জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও জানুয়ারির প্রথম সপ্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে কমিশন যাবতীয় কাজ সম্পন্ন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের সার্ভিস রুল নিয়ে অনেক সমস্যা ও অনিয়ম ছিলো। এসব সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাচ্ছি। এসব বিষয় নিয়ে অফিসে বড় ধরনের কোনো সমস্যা নেই বলে মনে করেন এ কমিশনার।