সাবেক সিইসি চৌধুরী এটিএম মাসুদ আর নেই

 

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি চৌধুরী এটিএম মাসুদ গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দু মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সুপ্রিম কোর্ট চত্বরে বাদ জোহর জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। সাবেক বিচারপতি চৌধুরী এটিএম মাসুদ জাতীয় হার্ট ফাউন্ডেশনেরও সভাপতি ছিলেন। বিচারপতি সালমা মাসুদ মরহুম চৌধুরী এটিএম মাসুদের বড় মেয়ে।