সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহগঠনের সভাপতি ডা. মো. মঞ্জুরুল ইসলাম বেলু। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন ও বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দার। সভাপতি ডা. মো. মঞ্জুরুল ইসলাম বেলু ও সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলামসহ সংগঠনের সকল সদস্যদের শপথ পাঠ করান হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। দেশের স্বাস্থ্য সেবাকে সবার দোরগোড়ে পৌঁছানোর জন্য সবাই নিজ নিজ কাজ সেবার মানষিকতা নিয়ে করার তাগিদ দেন। সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সব নির্বাচিত কমিটি নিন্মরুপ সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি ডা. হারুন অর রশিদ পলাশ, সহ সভাপতা ডা. কানাই লাল দাস সহসভাপতি ডা. শফিকুর রহমান, সহসভাপতি ডা. শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ডা. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. রোকনুজ্জামান সহসাংগঠনিক সম্পাকদ ডা. তোফাজ্জেল হক, অর্থ সম্পাদক ডা. মোখলেছুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ডা. রাশেদুজ্জামান রিপন, মহিলা সম্পাদক ডা. ফরিদা ইয়াসমিস সুইট, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ডা. রাশেদ আহাম্মেদ রন্টু, দফতর সম্পাদক ডা আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক ডা. জামাল উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, ধর্মীয় সম্পাদক ডা. শামীম আহম্মে, সদস্য ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দার ডা. রওশন আমিন রতন, ডা. শাহনাজ পারভিন ও ওয়াসিম আলী।