চুয়াডাঙ্গার বদরগঞ্জ সড়কের দশমীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বদরগঞ্জ সড়কের দশমী আমের চারা নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সদরউদ্দিন মারাক্তক জখম হয়েছে।  তাকে উদ্ধার করে বদরগঞ্জ বাজারে প্রথমিক চিকিৎসা দেয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে হৃদয় খান বদরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। হৃদয় খান তার মোটরসাইকেল নিয়ে দশমি আমের চারা নামকস্থানে পৌঁছুলে হাসানহাটি গ্রামের আয়ুব আলীর ছেলে সদরউদ্দিন (৪৫) দশমী আমের চারা নামকস্থানে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ধাক্কায় দেয়। সেই সময় সদরউদ্দিনসহ চালক হৃদয় রাস্তার ওপর ছিটকিয়ে পড়ে যায়। সদরউদ্দিনের মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় বলে স্থানীয়রা জানায়। তাদেরকে উদ্ধার করে বদরগঞ্জ বাজারে প্রথমিক চিকিৎসা দেয়া হলেও সদরউদ্দিনের অবস্থা আশাঙ্গাজন হওয়ায় তাকে দ্রুতভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।