টিপ্পনী

 

খবর: (আবার আচমকা বাড়লো ওষুধের দাম)

 

রোগের ঠেলায় ভুগছি বাপু

ওষুধ কেনার টাকা নেই,

দিন আনা দিন খাওয়া বলে

পয়সা কড়ি রাখা নেই।

 

ওষুধপাতির বাড়ছে দাম

ছুটছে কপাল গায়ের ঘাম

ওপর তলায় উঠবো কিসে

পায়ে আমার চাকা নেই।

 

ওষুধ কিনে দেবে আমার

এমন কোনো কাকা নেই,

কাজ করে দিন কাটাবো তা

কর্ম কোথাও ফাঁকা নেই।

 

-আহাদ আলী মোল্লা