‘এসো মাঠে খেলা করি : মাদককে না বলি’ স্লোগানে যুবকদের খেলার মাঠে ফেরাতে অ্যাডিশনাল এসপির প্রশংসনীয় উদ্যোগ

 

ঝিনাইদহ প্রতিনিধি: এসো মাঠে খেলা করি, মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে দোড়া ইউনিয়ন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দয়ারামপুর আলিম মাদরাসামাঠে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ক্রিকেট কাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা। খেলায় দয়ারামপুর ক্রিকেট একাদশ ও বহিরগাছি ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় বহিরগাছি ক্রিকেট একাদশ ১ রানে দয়ারামপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, আমাদের মাঝ থেকে খেলাধুলা প্রায় উঠেই গেছে, আর সেই সুযোগে তারা মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

যুবসমাজকে অপরাধমূলক কাজ হতে দূরে রাখতে ও শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সমাজের সম্মানিত সচেতন নাগরিকদের সহায়তায় আমরা এধরনের উদ্যোগ নিয়েছি। আশা রাখি এ ধরনের উদ্যোগ সবাই নেবে যার মাধ্যমে আমাদের সমাজ থেকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড দূর হয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন এ সমাজকে মাদকমুক্ত করতে না পারবো।