স্টাফ রিপোর্টার: ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। গত ৫ মে শুক্রবার রাত সোয়া একটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তারা। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। ক্যাপশন দেন, বাঁ-হাতি এই পেসার লেখেন, ‘ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে সাকিব ভাইয়ের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছি।’ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের মাঝপথে গত বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন মুস্তাফিজ। এর একদিন পরই বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আইপিএলের এবারের মরসুমে অবশ্য খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই দুই বাংলাদেশির। নিজ নিজ দলের হয়ে একটি করে ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তারা। আর সে ম্যচে বলার মত কোন পারফরমেন্স দেখাতে পারেন নি দুই তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে বাংলাদেশ জাতীয় দলের দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প প্রায় শেষ প্রান্তে। ইতিমধ্যে শেষ হয়েছে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও। আগামী ৭ মে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ড যাবে লাল-সবুজ জার্সিধারীরা। তার আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিব-মুস্তাফিজের।