স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুরে গত ২৬ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ ও আহত ১২ পরিবারের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও পরিষদের সদস্যরা দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫ হাজার টাকা করে চেক প্রদান করেন। এ উপলক্ষে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি মেম্বার হজরত আলীর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, জাফর আলী, নুরুন্নাহার কাকলী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নাসরিন সুলতানা পারুল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপিল উদ্দিন। অনুষ্ঠানে নিহতদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন বড়বলদিয়া শেখপাড়া জামে মসজিদের পেশ ইমাম জহিরুল আলম । এসময় জেলা পরিষদের সদস্য হাছিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম, মিতা খাতুন, মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান, মোসাবুল ইসলাম লিটন এবং জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখি মানুষের ঘরে সুখ পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে চলেছেন। তার অনুপ্রেরনায় ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে এসে দাঁড়িয়েছি। এখানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি ও স্থানীয় সংসদ সদস্য আলী আজগার টগর এবং বিভিন্ন জনপ্রতিনিধিসহ বিবেকবান মানুষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদও আপনাদের দুঃখে দুঃখি হয়ে পাশে এসে দাঁড়িয়েছে। আগামী দিনেও আপনাদের পাশে থাকবে জেলা পরিষদ। তবে, অর্থটা কাজে লাগাতে হবে, যা পরিবারের সদস্যদের উন্নয়নে কাজে লাগে।