স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আলী (২৫), একইপড়ার হান্নানের ছেলে রনি (২৭) ও রবিউল ইষলামের ছেলে সবুজকে (২০) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় তালতলা-হাজারাহাটি মোড়ের অদূরবর্তী স্থান থেকে তিনজকে গ্রেফতার করা হয়। এরা নেশাদ্রব্য গ্রহণের সময় পুলশ গ্রেফতার করে। থানা পুলিশসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, পুলিশ আইনে মামলা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে।