স্টাফ রিপোর্টার: বেগমপুুর আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার হাফিজুর রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতপরশু বৃহস্পতিবার বিকেলে তাকে তার বাড়ি থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ ও এসআই মুহিত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান শুরু করেন। আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার মিনহা উদ্দীনের ছেলে হাফিজুরের বাড়িতে তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।