জীবননগর গঙ্গাদাসপুরে দাদার লাঠির আঘাতে নিহত নাতি মিরাজকে বেদনা বিধুর পরিবেশে দাফন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে দাদার লাঠির আঘাতে নিহত ৪ মাস বয়সী নাতি আল মিরাজের দাফন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে বেদনা বিধুর পরিবেশে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এদিকে গত দু দিনেও ঘাতক দাদাকে গ্রেফতার করা যায়নি। এ হত্যাকাণ্ডের পর নাতিকে গোপনে দাফন করতে ব্যর্থ হওয়ার পর গ্রেফতার এড়াতে দাদা মনজুর কাদের আত্মগোপন করে।

ক্ষেতের ধানের নিয়ে পিতা-ছেলে বিরোধের জের ধরে বুধবার রাতে উপজেলার গঙ্গাদাসপুরে দাদার লাঠির আঘাতে শিশু মিরাজ নিহত হয়। শিশু আল মিরাজ এসময় তার মা মাবিয়া খাতুনের কোলে ছিলো। মনজুর কাদের এসময় পুত্রবধূ মাবিয়াকে মারতে গলে লাঠি গিয়ে লাগে শিশু মিরাজের মাথায়। শিশু মিরাজের এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে। পুত্র শোকে পাথর হয়ে গেছে মা মাবিয়া। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সময় দাদা মনজুর কাদেরকে আসামি করে থানাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছেলে ইকরামুল বাদী হয়ে পিতা কাদেরের বিরুদ্ধে এ হত্যা দায়ের করেন।