স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর কোলনীপাড়া বাজারে সরকারি জায়গা দখল করে ক্লাব তৈরি করাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ক্লাবের নামে দলীয় অফিস করার পরিকল্পনা ভেস্তে দিয়েছে প্রতিপক্ষ। সহিংসতা এড়াতে প্রশাসন নামিয়ে দিয়েছে সাইনবোর্ড। আবারও রাতের আধারে উঠতে পারে সাইনবোর্ড। যেকোনো সময় বড় ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছে সচেতনমহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর দক্ষিণ শাখার জামায়াতের সভাপতি কামাল উদ্দিন ফরাজির ছেলে হুমায়ুন কবির সরকারি জায়গা নিজের জায়গা দাবি করে কোলনীপাড়া বাজারে যুবসংঘ ক্লাব নামে নামের একটি সাইনবোর্ড উত্তোলনের মধ্যদিয়ে ক্লাবটির উদ্বোধন করেন। সাইনবোর্ডে প্রতিষ্ঠা সাল দেখানো হয় ১৯৯৪। যার কোনো রেজিস্ট্রি নং নেই। এনিয়ে স্থানীয় একাংশের লোকজনের সাথে দেখা দেয় মতো বিরোধ। ক্লাবের নামে জায়গা দখল করে পরবর্তীতে জামায়াত ইসলামের অফিস হতে পারে এমন আভাস পেয়ে বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (অহিদুল গ্রুপ) সিরাজুল হক ফরাজি বাধা সৃষ্টি করেন। দেখা দেয় উত্তেজনা। উভয় পক্ষের উত্তেজনার কারণে পুলিশ প্রশাসন সাইনবোর্ডটি নামিয়ে দেয়। আবারও রাতের আঁধারে হুমায়ুন কবিরের লোকজ সাইনবোর্ড তুলতে পারে বলে শোনা যাচ্ছে।