গাংনী প্রতিনিধি: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রানা হামিদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী-ধলা মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হামিদ গাড়াবাড়িয়া গ্রামের হলদেপাড়ার মহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, দুপুরে গাড়াবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ধলার উদ্দেশে যাচ্ছিলো রানা। কাথুলী-ধলা মাঠের মধ্যে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পার্শ্ববর্তী একটি বাবলা গাছের সাথে ধাক্কা লেগে সড়কের ওপরে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকার শোকের ছায়া নেমে আসে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।