আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষক লীগের আলোচনাসভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৪টায় আলোচনাসভায় কালিদাসপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সদস্য আব্দুল্লাহ আল হোসাইন দ্বিপক মিয়া, মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষক লীগের সহদফতর সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সদস্য মনির উদ্দন, ইউনিয়ন কৃষক লীগের নেতা অসিদ কুমার রায়, কাওসার আলী, ওয়ার্ড ইউনিয়ন কৃষক লীগের দেলোয়ার হোসেন ও সাহাবুল ইসলাম। উপজেলা কৃষক লীগের দফতর সম্পাদক সাহাবুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন আছরোপ আলী, কামরুজ্জামান, বারেক মুন্সি, আমিরুল ইসলাম, রশিদুল ইসলাম, ইসমাঈল, শাহাদত, শাহিন আলী, ছানোয়ার, রমজান, রফিকুল, আনিচ, আলী হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে সর্বসম্মতি ক্রমে বাহার আলীকে সভাপতি ও আয়ূব আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেন।