দর্শনা অফিস: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা বিক্রয় প্রতিনিধি সোহেলের মা আকলিমা বেগম আর নেই (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। দর্শনা হাজিপাড়ার মৃত আবু সাঈদের স্ত্রী আকলিমা বেগম ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ মাগরিব দর্শনা কেরুজবাজার মাঠে জানাজা শেষে মোবারকপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সোহেলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিনসহ মাথাভাঙ্গা পরিবার।