গাংনীর কাজিপুর থেকে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

 

গাংনী প্রতিনিধি: ১০ বোতল ফেনসিডিলসহ কাজল হোসেন (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর থেকে গাংনীস্থ র‌্যাব ক্যাম্প সদস্যরা তাকে আটক করেন। সে ওই গ্রামের মোফাজ্জেল হকের ছেলে।

জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ দল কাজল হোসেনের বাড়ির পাশে অভিযান চালায়। ফেনসিডিল বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করেন র‌্যাবের ওই দলের সদস্যরা। গতকালই তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।