ঝিনাইদহ প্রতিনিধি: মাদকব্যবসার দায়ে ঝিনাইদহের শৈলকুপায় মা-ছেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে সাড়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার রাণীনগর গ্রামের মিল্টন হোসেন ও তার মা রহিমা খাতুন। গতকাল বুধবার সকালে শৈলকুপার খাস রাণীনগর গ্রামে রাণীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিমের অভিযানে দুই মাদকব্যবসায়ীকে ৬শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।