চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় ভারতের গড়িমসি

 

মাথাভাঙ্গা মনিটর: চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আট জাতির চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ তারিখ ২৫ এপ্রিল থাকলেও তাতে কর্ণপাত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টুর্নামেন্টে খেলতে যাওয়া বাকি সাতটি দল সময়মত দল ঘোষণা করলেও একমাত্র ভারতই এই ডেডলাইন মিস করেছে। পাকিস্তানও মঙ্গলবার শেষ দিনে তাদের দল ঘোষণা করেছে। মূলত আইসিসির সাথে বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধের কারণেই বিসিসিআই তাদের দল ঘোষণা করতে গড়িমসি করছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোও সেই দাবী করেছে। আইসিসি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে ভারত মোটেই সন্তুষ্ট হতে পারেনি। এই ধারায় তাদের বিপুল রাজস্ব আয় ব্যহত হবে বলেই শঙ্কা প্রকাশ করেছে বিসিসিআই। সে কারণে আগামী ১-১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে বর্তমান চ্যাম্পিয়নদের অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

যদিও আইসিসি’র ধারায় রয়েছে বিশেষ কারণে কোন দেশ ডেডলাইনের পরেও তাদের দল ঘোষণা করতে পারবে। এই মুহূর্তে অবশ্য টুর্নামেন্টে অংশগ্রহণ না করার মতো হার্ডলাইনে যাচ্ছে না বিসিসিআই, এমন ইঙ্গিত অন্তত পাওয়া গেছে। কিন্তু অবশ্যই সময়মত দল ঘোষণা না করা আইসিসি’র ওপর বিসিসিআইয়ের একটি প্রচ্ছন্ন চাপও বটে। বিসিসিআই’র বেশ কিছু উর্ধ্বতন কর্মকর্তা অবশ্য মনে করছেন জাতীয় দল ঘোষণা শুধুমাত্র আনুষ্ঠানিকতাই মাত্র, যেহেতু ভারতীয় নির্বাচকরা অনেকটাই দল নিয়ে নিশ্চিত।