আত্মঘাতী হলেন ভারতীয় ক্রিকেটার

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের নাগপুরে অমল জিচকর (৩৮) নামে এক ক্রিকেটার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বুধবার সাবেক রঞ্জি ক্রিকেটার অমল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে তার পরিবার। রাজ্যের পুলিশ তার আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে অর্থনৈতিক চাপের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। নিহত অমলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। ১৯৯৮-এ বিদর্ভের হয়ে রঞ্জিতে অভিষেক হয় অমলের। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচে ৭টি উইকেট রয়েছে তার।