মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শহরের হোটেলবাজার এলাকার কুমারখালী দধি ভাণ্ডারের মালিক কাবিল উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা ও প্রায় এক মণ নোংরা মিষ্টি ও দই বিনষ্ট করা হয়।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের হোটেলবাজার এলাকার কুমারখালী দধি ভাণ্ডারে যান। খরব পেয়ে আগেই দোকান বন্ধ করে বাড়িতে যান দোকান মালিক কাবিল উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত তার বাড়ি শহরের শহীদ গফুর সড়কে প্রবেশ করে কারখানায় নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং তা রাখায় দায়ে প্রায় এক মণ মিষ্টি বিনষ্ট করেন। একই সময় কাবিল উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।