স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম খোকন, আইলহাস ইউপি সদস্য আসাদুজ্জামান সুজন, যুবনেতা রোকনুজ্জামান রোকু ও চুয়াডাঙ্গা পৌর যুবদল নেতা রফিকুল ইসলাম জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্তিলাভ করেন তারা।
চুয়াডাঙ্গা জেলা যুবদল একাংশের আহ্বায়ক মো. খালিদ মাহমুদ মিল্টন এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে গ্রেফতার হন চুয়াডাঙ্গা যুবদলের বিভিন্ন পর্যায়ের ৪ জন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হন গতকাল বৃহস্পতিবার। মুক্ত হলে নেতৃবৃন্দকে ফুল দিয়ে জেলগেটে স্বাগত জানানো হয়। একই সাথে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু। বক্তব্য রাখেন জেলা বিএনপি একাংশের যুগ্মসম্পাদক মাহমুদুল হক পল্টু, দামুড়হুদা থানা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকদলের সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্মআহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, আব্দুল করিম, আব্দুল মোমিন প্রমুখ।