জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ক্যাম্পাসে আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুছ। গতকাল সোমবার দুপুরে তিনি মেলার স্টল ঘুরে দেখেন এবং আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।
জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা এ সময় তার সাথে ছিলেন। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গত শনিবার জীবননগরে সপ্তাহব্যাপী ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। এ সপ্তাহ উপলক্ষে স্থায়ীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। প্রর্দশনীতে সরকারি দফতর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।