আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমির আয়োজনে ‘শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশিত হোক দেশ ও জাতির কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে আল-ইকরা ক্যাডেট একাডেমি চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সিদ্দিকুর রহমান বকুল, ম্যানেজিং কমিটির সহসভাপতি মওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল আলম, আব্দুল কাদের, মওলানা মোহাম্মদ জুলফিকার আলী, শফি উদ্দিন, জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও অ্যাড রবকুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুর হাই। সহকারী শিক্ষক সাহিন শাহিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক রাশেদুজ্জামান রাসেল, এনামুল হক, সাজ্জাদ হোসেন, আসাদুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, ফিরোজুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইদ্রিস আলী খান ও আহাদ আলী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুমাইয়া বিনতে মুনির, রাতুল ইসলাম, অংকিত, মাহফুজ, সাব্বির, এনাম ও নাজমুল হোসেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী, জিএসসি ও এসএসসি পরীক্ষা ২০১৬-তে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারী, সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, অভিভাক ম-লী এবং সুধীজন উপস্থিত ছিলেন।