আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ৭শ ফকিরের গ্রাম পরিদর্শন করলো ঢাকাস্থ রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি টিম। রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’র চেয়ারম্যান একটি টিম নিয়ে গতকাল সোমবার পরিদর্শন করে গেলেন বাউল ঘরানার ৭শ ফকিরের গ্রাম হিসেবে পরিচিত আলমডাঙ্গার ফরিদপুর। এসময় টিমটি এতদাঞ্চলের প্রথম মরমি সুফি সাধক রায়হান উদ্দীন গাজীর প্রায় সাড়ে ৫শ বছরের পুরোনো গোলবাগান, বেহাল শাহ’র মাজার পরিদর্শন করেন। এছাড়া ফরিদপুর গ্রামের দেলবার শাহ ঘরানার বাউল নেতা বেতার শিল্পী রইচ উদ্দীন শাহ’র সাথে সাক্ষাৎ করেন। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের সাথে মতবিনিময় করেন। এ টিমে উপস্থিত ছিলেন রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’র চেয়ারম্যান টিপু সুলতান, জেনারেল ম্যানেজার নাজমুস সালেহীন, রিপ্রেজেন্টেটিভ আবু সাঈদ, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম শেখ ও উজ্জ্বল হোসেন। তাদেরকে লালনগীতি ও বেহাল শাহ’র গান শুনিয়ে মুগ্ধ করেন আতিক বিশ্বাস, কমলকান্তি চক্রবর্তী, তবিবুর রহমান মাস্টার, আশরাফুল হক মাস্টার প্রমুখ।