ঠিকানা না জেনে নানির বোনের বাড়ির উদ্দেশে রওনা হয়ে বিপাকে
আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার গড়াইটুপির গবরগাড়ার অপরিনামদর্শী ৩ কিশোরীর কা-। ভালোভাবে ঠিকানা না জানা সত্ত্বেও নানির বোনের বাড়ির উদ্দেশে রওনা হওয়া ৩ কিশোরী আলমডাঙ্গার কালিদাসপুরে পৌঁছে বিপাকে পড়েছে। আত্মীয়র ঠিকানা বলতে না পারা ৩ কিশোরীকে উদ্ধার করে স্থানীয় মেম্বার থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের সাবের আলীর মেয়ে সালমা খাতুন (১৪) তার ছোট বোন ফাতেমা খাতুন (৯) ও একই গ্রামের রশির আলীর মেয়ে নুপুরকে (৮) সাথে নিয়ে গতকাল আলমডাঙ্গা নানির বোনের বাড়ি কামালপুর বেড়াতে আসে। দীর্ঘদিন আগে নানির বোনের বাড়ি বেড়াতে আসার কারণে চিনতে না পারায় সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। সন্ধ্যার আগে কালিদাসপুর গ্রামের কেঁদে বেড়ানোর সময় কালিদাসপুর গ্রামের ইউপি সদস্য আবু জাফর তাদেরকে হেফাজতে নেন। তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা বলে, বাড়ি গবরগাড়া গ্রামে। তাদের কাছে ফোন নম্বরও নাই যে সেখানে যোগাযোগ করবে। পরে ইউপি সদস্য আবু জাফর তাদের সাথে করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসেন। আলমডাঙ্গা থানার আফিসার ইনচার্জ আকরাম হোসেন মোবাইলে তিতুদাহ পুলিশ ক্যাম্পে যোগাযোগ করে তাদের বাড়িতে সংবাদ দিতে বলেন। এ সংবাদ লেখাবদি ওই ৩ মেয়ে আলমডাঙ্গা থানা হেফজতে ছিলো।