স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার নাটুদাহ ইউনিয়ন যুবীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেনকে আহ্বায়ক, মো. মিলন হোসেনকে ১ম যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দামুড়হুদা উপজেলা যুবলীগ আহ্বায়ক অ্যাড. মো. আবু তালেব স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কমিযিটতে ১ নং সদস্য হিসেবে রয়েছেন ইউসুফ আলী ও ২ নং সদস্য আফেল উদ্দীন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল দামুড়হুদার নাটুদাহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে গতকাল এ কমটি ঘোষণা করে বলা হয়, কমিটির প্রত্যেক সদস্য জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবলীগকে শাক্তিশালী করার লক্ষ্যে নিজেদের নিয়োজিত রেখে সম্মিলিতভাবে সাংগঠনিক কর্মকা- জোরদার করতে হবে।