চুয়াডাঙ্গার বড়শলুয়া কলেজের ভিত্তিপ্রস্তর ও তিতুদহ বেগমপুরে বিভিন্ন সড়ক উদ্বোধনকালে এমপি টগর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিন

 

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড়শলুয়া নিউ মডেল কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও বেগমপুর এবং তিতুদহ ইউনিয়ন এলাকার বিভিন্ন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। যেখানেই তিনি উপস্থিত হয়েছেন, সেখানেই গণসংবর্ধিত হয়েছেন। টগর, টগর স্লোগান আর মুহুর্মুহু করতালিতে বরণ করা হয় তাকে।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন। দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল কলেজের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণকাজের ফলক উন্মোচন করেন। পরে আলোচনাসভায় মিলিত হন। দুপুর আড়াইটার দিকে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে বলদিয়া-শঙ্করচন্দ্র পর্যন্ত ১ কিলোমিটার পাকা সড়ক, ডিহি-রনগোইল পর্যন্ত ৭১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার এবং ৪০ লাখ টাকা ব্যয়ে দোস্তবাজার-কোটালী পর্যন্ত সোয়া এক কিলোমিটার সড়ক নির্মাণকাজের ফলক উন্মোচন করেন। বড়শলুয়া নিউ মডেল কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ডিহিতে বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি আলী আজগার টগর বলেন, দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ তাদের অধিকার থেকে ছিলো বঞ্চিত। বারবার উন্নয়নের নামে তৎকালীন ক্ষমতাসীনরা কোটি কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ সরকার দেশবাসীর কাছে উন্নয়নের যে ওয়াদা করেছিলো সারাদেশে উন্নয়নের মধ্য দিয়ে তা রক্ষা করছে। এরই ধারাবাহিতকায় দেশের বিভিন্ন অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত সড়ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কর্মসূচি গ্রহণ করেছে। অবহেলিত এ জনপদের আপামর জনতা আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি উন্নয়নের মধ্যদিয়ে তার প্রতিদান দিতে চাই। এ অঞ্চলের উন্নয়নের ধারা ধরে রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আ.লীগ সরকার গঠনে সহযোগিতা করুন। এ সময় এমপি টগরের সাথে ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, আ.লীগ নেতা আব্দুল খালেক, মহিউদ্দিন, আব্দুর জব্বার, জামিরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ডা. হাফিজ, আতিয়ার রহমান, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক, আ.লীগ নেতা আব্দুল বারী, জিল্লুর রহমান, আব্দুর রহমান, আব্বাস উদ্দিন, রাশেদুল, আবুল হোসেন, সেলিম, মাহতাব, হাজি আমিরুল, মোশারফ, আব্দুল মতিন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আশরাফুল আলম বাবু, ইকবাল হোসেন, একে আজাদ কিরণ, হাকিম, ফয়সাল, আসাদুল, রেজাউল, মাসুম, আনিস, সাদেক প্রমুখ।