প্রতিবন্ধী যুবকের মোবাইলফোন ও টাকা কেড়ে নেয়ায় দু যুবককে আটক করেছে থানা পুলিশ

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রতিবন্ধী যুবকের নিকট থেকে মোবাইলফোন ও টাকা কেড়ে নেয়ার অভিযোগে থানা পুলিশ গোবিন্দপুর থেকে দু যুবককে আটক করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার শহরের মৃত মতি মিয়ার প্রতিবন্ধী ছেলে রাজন। গতপরশু রাতে সে ষ্টেশনরোডে গেলে কয়েক যুবক রাজনের কাছ থেকে মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ গোবিন্দপুর গ্রামের মৃত তাহাজের ছেলে আবেদ (৩৫) ও বেলগাছি গ্রামের আনোয়ারের ছেলে নাসিরকে গ্রেফতার করে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।