দেশের টুকিটাকি : জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: কলেজগুলোতে ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে অধিভুক্ত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস এমবিএ ইনট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একাডেমিক কাউন্সিলের এ সভায় অধ্যাপক মাহফুজা খানম, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, সমাজতত্ত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দক্ষিণ কোরিয়ার নাগরিক হত্যা : বাংলাদেশির যাবজ্জীবন সাজা

স্টাফ রিপোর্টার: দক্ষিণ কোরিয়ার নাগরিক রো জং সিন হত্যা মামলায় মানিক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪’র বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। সেই সাথে বিচারক আসামিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় শেষে আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে মাহফুজুর রহমান লিখন ও আসামি পক্ষে হাসানুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন। বিচারক আব্দুর রহমান সরদার রায়ের পর্যালোচনায় উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষে সাক্ষসমূহের পর্যালোচনা, উভয়পক্ষের বিজ্ঞ কৌসুলির বক্তব্য শ্রবণ, আসামি মানিক সরকারের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী পরীক্ষাসহ ঘটনার পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, ঘটনার সময় ও তারিখে আসামি মানিক সরকার পূর্বশত্রুতার জের ধরে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিমের বাসায় প্রবেশ করে তাকে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে এবং সে কারণেই ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সুনির্দিষ্ট ও সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। ঘটনার সময় পূর্বপরিকল্পনা মোতাবেক ভেজিটেবল কাটার ছুড়ি দিয়ে ভিকটিমের গলায় ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে আসামি এবং ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় কোরিয়ায় মৃত্যুবরণ করেন। তাই ওই ধারায় আসামিকে শাস্তি প্রদান করা হলো।