স্টাফ রিপোর্টার: সিলেটে নিজের মা-বোন-পুত্র ও নানিকে কুপিয়ে খুন করেছে এক মাদকাসক্ত যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়নে এ মর্মান্ত্বিক ঘটনা ঘটেছে। এতে সিলেট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রামবাসী ঐ যুবককে পুলিশে সোপর্দ করেছে। জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, আব্দুস সালাম ফুরুক নামে ওই যুবক মাদকাসক্ত ছিলেন। গতকাল দুপুরে মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরিবারের চার সদস্যকে কুপিয়ে খুন করে। পরে সে বাড়ির বাইরে ধারালো অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে দাঁড়িয়ে থাকে। একপর্যায়ে তাকে বুঝিয়ে নিরস্ত্র করা হয়। পরে জনতা তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। নজিরবিহীন এ ঘটনায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন- ফুরুকির মা শামছুন্নাহার (৫৫), আপন বোন মরিয়ম বেগম (২২), শিশুপুত্র তানভীর আহমদ (৫) ও নিকটাত্মীয় নানী হনুফা বেগম (৬৫)। পরে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ফুরুককে থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, থানায় আটক ফুরুক মানসিক ভারসাম্যহীন অবস্থায় কথা বলতে দেখা যায়। এর পূর্বেও সে বিভিন্ন সময়ে অনেকের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।