স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ভুলটিয়ার রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত পরশু রাতে তাকে তার বাড়ি থেকে ১৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় বলে স্থানীয়দের কয়েকজন জানালেও পুলিশের তরফে বলা হয়েছে, মাদক ব্যবসার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানালেও জেলা ডিবির এএসআই আশরাফ অবশ্য মোবাইলফোনে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আসামি চালান দেবো কি দেবো না আমরা বুঝবো। রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।