কার্পাসডাঙ্গা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আওয়ামী যুবলীগের (হুইপ সমর্থিত) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ঈদগা ময়দানে সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শহিদুল সর্দারের সভাপতিত্বে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, নজরুল ইসলাম মল্লিক, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জীবননগর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মুন্সি নাসির উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, যুগ্ম আহ্বায়ক এসএম মহাসিন, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম ফেরদৌস, অ্যাড. আকিমুল, যুবলীগ নেতা হযরত আলী, হায়দার আলী, রাসেদ মেম্বার, মাবুদ মেম্বার, জাহিদুল মেম্বার, ডলার, হাবিব, মিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, শিক্ষক আলাল উদ্দীন, হাকিম, সহিদুল, রসুল, বিভুদান, রিপন, আকবার আলী, বগা, জালাল, বিল্লাল, তুহিন, সোহেল রানা, জহির, সাখাওয়াৎ ফারুক, আনার, আশরাফ আলী, মুক্তিযোদ্ধা নুরইসলাম, মজিবার, শাহীন, বকুল,ফারুক, মিরাজ, নাসিম, স্বপন, করিম, ওমর ফারুক, সামাদ  কালাম, মজিবার, বসের প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে সহিদুল সর্দারকে আহ্বায়ক সাজেদুল বিশ্বাস মিঠুকে যুগ্ম আহ্বায়ক ও হাকিমকে ১ নং সদস্য করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।