ভেড়ামারায় নিজ ঘর থেকে গলা কাটা লাশ উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘর থেকে হানিফ নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, দুবৃর্ত্তরা হানিফ (৬০) নামে ওই ব্যক্তিকে সোমবার গভীর রাতে গলাকেটে হত্যা করে তার মৃতদেহ ঘরের ভেতর ফেলে রাখে। স্থানীয়রা সকালে ওই ব্যক্তির মৃতদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এমুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।