মহেশপুরে আগুনে পুড়ে ১০ পরিবারের বসত বাড়ি ভস্মীভূত

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে ১০ পরিবারের বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ইশালডাঙ্গা গ্রামের কাশের আলীর ছেলে রওশন আলীর ঘর থেকে বৈদুতিক শর্ট সার্কিটের মাধ্যমে বসত ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে  মৃত মকরম আলীর ছেলে আবুল কাসেম, কাশেম আলীর ছেলে লোকমান হোসেন ও রওশন আলী, মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন ঢালী, আবুল হোসেনের ছেলে জহুরুল হক বাবলু, মৃত আব্দুস সামাদের ছেলে মজিবর রহমান, মসিয়ার রহমান ও সাইফুল ইসলাম, মৃত নুরুল হকের ছেলে হুমায়ন কবির, মকরম আালীর ছেলে আবুল হাসেমের ঘর আগুনে পুড়ে ছায় হয়ে যায়। স্থানীয় লোকজন, কোটচাদপুর ভায়ারসার্ভিস ও জীবননগর ফায়ারসার্ভিস একঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, রওশন আলী বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ আগুনের সূত্র পাত হয়। দুপুরে আগুন লাগলে এলাবাসী নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ভায়াসার্ভিস এসে বিকেল ৩টার দিকে আগুল নিয়ন্ত্রেণে নেয়। আগুনে বসত বাড়ি, নগদ অর্থ, পাউয়ারটিলার, ছাগলসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয় খতি হয়েছে।