আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে দর্শানার্থীদের প্রবেশ নিষেধ

 

শেখ সফি: আগামী ১৭ এপ্রিল পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে পালন করা হবে নানা কর্মসূচি। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর কমপ্লেক্সে আয়োজন করা হবে আলোচনাসভার। সভাপতিত্ব করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। সন্ধ্যা থেকে শুরু হবে দু দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের খ্যাতিনামা শিল্পী মমতাজ পারভিন, বারী সিদ্দিকীসহ দেশের নামিদামি শিল্পীরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। ফলে আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশ করতে দেয়া হবে না কোনো দর্শনার্থী। এছাড়াও প্রবেশ করতে পারবেনা সাধারণ মানুষ। তবে ১৭ এপ্রিলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।