ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল মোড়ে অবস্থিত শিখা প্রাইভেট হাসাপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আনোয়ারা প্রাইভেট হাসাপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ভাই ভাই প্রাইভেট হাসাপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রেসিডো প্রাইভেট হাসাপাতাল ও শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি এ সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় জনবল না থাকা ও বিভিন্ন অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী বিভিন্ন পরিমানে জরিমানা আদায় করেন।