টিপ্পনী:

খবর: (লাইসেন্স ও প্রয়োজনীয় ডাক্তার ছাড়াই চলছে বামন্দীর নিউ সনো হাসপাতাল)

লাইসেন্স করা নেই
নেই নার্স ডাক্তার
জানালায় দরজার
চারিদিকে ফাঁক তার।

রোগীদের গলা কেটে
তবিলেই জমা দেন,
ফুলে হন কলাগাছ
দোষ ত্রুটি ক্ষমা দেন।

এটা নেই ওটা নেই
তারপরও ভাব খুব,
ক্লিনিক ব্যবসাতে
শুনি নাকি লাভ খুব।

দশ টাকা ছাড় দিয়ে
শত টাকা তুলে নেন,
ধরা খাওয়া ভাব বুঝে
মাঝে মাঝে খুলে নেন।

-আহাদ আলী মোল্লা