মাথাভাঙ্গা মনিটর: লক্ষ্য ১৮৪। উইকেট যেমন হোক বা প্রতিপক্ষ, যে কোনো বিচারেই টি-টোয়েন্টিতে বেশ কঠিন লক্ষ্য। কিন্তু সেটি যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন গৌতম গাম্ভীর ও ক্রিস লিন। রেকর্ড গড়ে কোলকাতা নাইট রাইডার্সের দু ওপেনারই জিতিয়ে দিলেন দলকে! গত শুক্রবার রাতে আইপিএলের ম্যচে রাজকোটে গুজরাট লায়ন্সকে ১০ উইকেটে হারিয়েছে কোলকাতা। গুজরাটের ১৮৩ রান কোলকাতা পেরিয়ে যায় কোনো উইকেট না হারিয়ে, ৩১ বল বাকি রেখেই! টি-টোয়েন্টিতে কোনো উইকেট না হারিয়ে সবচেয়ে বড় রান তাড়া এটিই। ২০১৫-১৬ বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসের ১৭০ রান তাড়ায় পার্থ স্কর্চার্সের ১০ উইকেটের জয় ছিলো আগের রেকর্ড। বিশাল সব ছক্কায় বিগ ব্যাশ মাতানো লিন এবার আইপিএলেও দেখালেন নিজের ঝলক। এমনিতে তিন-চারে ব্যাট করলেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে এদিন ওপেনিংয়ে পাঠায় কোলকাতা। সুযোগটি লুফে নেন তিনিও। ১৯ বলে অর্ধশতক করেন লিন। শেষ পর্যন্ত অপরাজিত ৪১ বলে ৯৩ রানে। ৬টি চারের পাশে ছক্কা ছিল ৮টি! কোলকাতা অধিনায়ক গাম্ভীর অপরাজিত ছিলেন ৪৮ বলে ৭৬ রানে। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলদেশের জয়ে ম্যাচ সেরা সাকিব আল হাসান ম্যাচের আগেই রাজকোটে যোগ দেন কোলকাতা দলের সঙ্গে। তবে ছিলেন না একাদশে।