যৌতুক মামলায় সানির জামিন

 

স্টাফ রিপোর্টার: যৌতুক মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন সানির আইনজীবী এম জুয়েল আহমেদ। তিনি বলেন, আদালতে আত্মসমর্পণের পর সানির জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে জামিন দিয়েছেন। ১০ হাজার টাকা মুচলেকায় মামলার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সানির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আদালত সানির বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন। এর আগে ক্রিকেটার আরাফাত সানি তার কথিত স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা মামলায় ৫৩ দিন কারাগারে থাকার পর ১৫ মার্চ জামিনে মুক্তি পান।