দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দু বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, এসআই মেজবাহুর রহমান, এসআই তপন কুমার নন্দী, এএসআই মাসুদ রানা পৃথক অভিযান চালিয়ে ওই ৫ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের ভানু মণ্ডলের ছেলে আ. রহিম (৪৫), বিষ্ণুপুরের মৃত সবুর আলীর ছেলে শিপন (২৮), দামুড়হুদা মাদরাসাপাড়ার সাফায়েতের ছেলে নয়ন (২৮), সুবুলপুরের আজিমদ্দিনের ছেলে আসাদুল (৩৮) এবং দামুড়হুদা খাঁপাড়ার মৃত সোনাই খার ছেলে শফি (৪৫)।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক রহিম দু বছরের এবং শিপন এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া নয়ন দু বছর ধরে পলাতক ছিলো। তার নামে জাল টাকার মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।