চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে গ্রেফতার ২১

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে সাজাপ্রাপ্ত আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ বিভিন্ন প্রকার মাদক।

পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা সদর থানা ৬ জন, দামুড়হুদা মডেল থানা ৬ জন, জীবননগর থানা ৫ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের মাদক। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং বাকিরা নাশকতা, চুরি ও ডাকাতিসহ নিয়মিত মামলার আসামি বলে জানান তিনি।