চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দামুড়হুদার জয়রামপুর ও চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জয়রামপুর কলোনিপাড়ার মৃত মাদার শেখের ছেলে মানিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫ পুরিয়া গাঁজা। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। অপরদিকে সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে তোতা মিয়ার কাছ থেকে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই দিন বিকেলে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুালিশের এসআই জগদীশ, এসআই মুহিত, এএসআই রফিকুল ইসলাম, এএসআই তরিকুল, এএসআই আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযান চালান।