দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর-তারাগুনিয়া সড়কে নসিমন উল্টে এক শিশুযাত্রী নিহত হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া সড়কের দৌলতপুর ডাকঘরের সামনে একটি শ্যালোইঞ্জিন চালিত নসিমন উল্টে আসিব আলী (১০) আহত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সে তারাগুনিয়া থানা মোড়ের মনিক আলীর ছেলে।