বারাদী প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর মুচিপাড়া নামকস্থানে একটি সেগুন গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়া মেহেরপুর জেলা পরিষদের ওই গাছটির মূর্য প্রায় ৩৫ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশপুর মুচিপাড়া নামকস্থানের একটি সেগুন গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে নিয়ে গেছে। চোর গাছটি মাটি হতে প্রায় একফুট উঁচুতে কেটে নিয়ে গেছে। স্থানীয়রা আরো জানায়, গত ২৩ মার্চ নতুন দরবেশপুর গ্রামের আতিয়ারের ছেলে আলফাত ওই গাছটির ডালপাতা কাটছিলো এবং পুলিশ দেখে ফেলে রেখে গেলেও তা পরে নিয়ে যায়।
এদিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল গতরাতে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে দেখবো গাছটি কোথায় আছে? আর রোববার অফিস খোলার পর এবিষয়ে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।