দ্বিতীয় টি২০ ম্যাচে পাকিস্তানের ৩ রানের জয়

দ্বিতীয় টি২০ ম্যাচে পাকিস্তানের ৩ রানের জয়

মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় টি-২০ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়ে চার ম্যাচ টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। পোর্ট অব স্পেনে গতকাল রাতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ১৩২ রানেই গুটিয়ে যায় তারা।দলের পক্ষে শোয়েব মালিক ২০ বলে ২৮, বাবর আজম ২৮ বলে ২৭, শেষদিকে ওয়াহাব রিয়াজ ১০ বলে ২৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ও ক্রেইগ ব্রার্থওয়েট ৩টি করে উইকেট নেন। জবাবে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন চ্যাডউইক ওয়ালটন ও মারলন স্যামুয়েলস। দলীয় ৬০ রানে ওয়ালটনকে ফিরিয়ে পাকিস্তানকে খেলায় ফেরার উপলক্ষ এনে দেন আগের ম্যাচের সেরা শাহদাব খান। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের আরও চেপে ধরেন শাহদাব। তাতে ৬ উইকেটে ৮১ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। ২১ রান করা ওয়ালটনকে তুলে নেয়া পর আরও ৩ উইকেট শিকার করেন শাহদাব। স্যামুয়েলস ৪৪, কাইরন পোলার্ড ৩ ও রোভম্যান পাওয়েল ০ রানে শাহদাবের শিকার হন। দ্রুত ৪ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের পর থেকে ছিটকে পড়া ওয়েস্ট ইন্ডিজকে আবারো খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক ব্রার্থওয়েট ও জেসন হোল্ডার। ৩২ বলে দু’জনের ৩৩ রানের জুটিতে শেষ ১২ বলে জয়ের সমীকরণ ১৯-এ নামিয়ে আনেন ব্রার্থওয়েট ও হোল্ডার। তবে ১৯তম ওভারে ব্রার্থওয়েটকে হারিয়ে মাত্র ৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ ওভারে ১৪ রান দরকার পড়ে ক্যারিবীয়দের। ওই ওভারের প্রথম দুই বল থেকে দু’টি বাউন্ডারিতে ৮ রান তুলে নেন নারাইন। পরের তিন বল থেকে মাত্র ১ রান নিয়ে পঞ্চম বলে রান আউট হন নারাইন। তাই শেষ বলে জয়ের জন্য ৫ রান টার্গেট পায় স্বাগতিক। কিন্তু পাকিস্তানের পেসার হাসান আলীর শেষ ডেলিভারি থেকে মাত্র ১ রান নিতে পারেন হোল্ডার। তার ১৭ বলে অপরাজিত ২৬ রানে ৮ উইকেটে ১২৯ রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩ রানের জয় পায় পাকিস্তান। এ ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাহদাব। এই ভেন্যুতেই আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। ফল: পাকিস্তান ৩ রানে জয়ী। সিরিজ : চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। ম্যাচ সেরা: শাহদাব খান (পাকিস্তান)।