কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকচাপায় সুশীল কুমার বিশ্বাস (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুশীল কুমার বিশ্বাস মিরপুর পৌরসভার হলপাড়ার মৃত কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায়, গতকাল বুধবার দুপুরে মিরপুর থেকে নীল রঙের একটি পালসার মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে বারখাদা ত্রিমোহনী এলাকার প্লাইউড কারখানার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে আসা ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহত সুশীল কুমার বিশ্বাস কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।