দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে এমপি টগর
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য সারা দেশে হাহাকার সৃষ্টি হয়েছে। কৃষকরা লাইন দিয়েও সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে গেছে। সারের জন্য অনেক কৃষককে জীবন দিতে হয়েছে। কৃষকদের এখন আর সারের পেছনে দৌড়াতে হয় না। বরং সারই কৃষকের পেছনে পেছনে ছোটে। কৃষকদের বিনামূল্যে সার, বীজসহ সেচ ও আগাছা পরিষ্কারের জন্য নগদ অর্থও দিচ্ছে বর্তমান সরকার। কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করেছে। এ সরকারের আমলেই কৃষিতে বিপ্লব ঘটেছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সহকারী আমিরুল হক পলাশ।