স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজারে অভিযান চালিয়ে ১০ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃনাল কান্তি দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আদালতকে সহযোগিতা করেন।